হাবিবুর রহমান হাবীব,দামুড়হুদা চুয়াডাঙ্গাঃ দামুড়হুদায় একের পর এক মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ইউএনও রোকসানা মিতা । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ পরিবারকে সরকারী সহায়তা প্রদান করেন দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ইউনিয়ন পীরপুরকোল্লা গ্রামের। কৃষক বজলু রহমান বাড়িতে আগুন লেগে একটি গাভী গরু মারা গেছে আরও দুটি টি গরু দগ্ধ হয়েছে পুড়ে ছাই হয়ে যায় এক নিমেষে। কিছু বুঝে ওঠার আগেই সর্বগ্রাসী আগুন তার লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এক নিমিষেই শেষ হয়েযায় কৃষকে স্বপ্ন
বজলু রহমান এর পরিবারের সদস্যরা। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা ।অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান । এবং পরিবারে খোঁজ খবর নেন তাদের সাত হাজার পাঁচ শো টাকার চেকআর্থিক সাহায্য প্রদান করা হয়। ২ বান্ডিল টিন, সাথে আরও তিন হাজার পাঁচ শো টাকা দেওয়া হবে ।উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করে দগ্ধ গরুগুলো চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে
এ-সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন ক্ষতিগ্রস্ত পরিবারকেএধরণের অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড এড়াতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার অনুরোধ জানানো হলো।
এ সময় সান্তনা দেন দোয়া করি বজলু রহমান যেন তার এ বিপদ ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারে। তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.