মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।
১৯৭১ সালের এই দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়।পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়।
ঐতিহাসিক এই মুজিবনগর দিবস উপলক্ষ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় 'ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।
জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত সকলে আলোচনা সভায় ঐতিহাসিক এই দিবসের গুরুত্ব তুলে ধরেন।
এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চার নেতা, ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদ, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ ও ২ লাখ নির্যাতিত মা - বোনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.