মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ দলীয় মনোনয়নে শেখ হাসিনা’র সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। তিনি বলেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে শেখ হাসিনা’র সিদ্ধান্তই চূড়ান্ত। আপনি চেয়ারে আছেন বলে মনোনয়ন পাবেন এমনটা না। দলের সিদ্ধান্তই মেনে নিতে হবে।
সোমবার (১৭ এপ্রিল), দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর আম্র কাননে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুজিবনগর দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এ দলকে হুমকী-ধামকী দিয়ে কোন লাভ হবে না। আমরা একাত্তরের আল-বদর রাজাকারদের পরাস্ত করেছি। প্রয়োজন হলে আবার তাদের পরাজিত করা হবে।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
প্রথম পর্বে সকাল ৬ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
পরে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী। এ সময় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি সদস্য, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের গার্ড অফ অনার্স গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, গার্লস গাইড ও বিএনসিসি কুচকাওয়াজ প্রদর্শন করেন।
একই স্থানে বাংলাদেশ আনসার বাহিনী অর্কেস্ট্রা দলের গীতিনাট্য ‘জল, মাটি ও মানুষ’ প্রদর্শন করা হয়।
সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পর্যায়ক্রমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তুলে ধরেন আনসার অর্কেস্ট্রা দলের শিল্পীরা।
অনুষ্ঠানের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, সাবেক পুলিশ সুপার মাহবুব হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অংগসমূহের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।