ইয়াছিন মোল্লাঃ আসন্ন পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় যানজট নিরসনে কাজ করছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সোনারগাঁও উপজেলা টিম। বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে সোনারগাঁও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তারা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যা চলবে আজ এবং আগামীকাল ভোর ৬ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত। দুই ভাগে মোট ৮ জন ভলান্টিয়ার উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
এই বিষয়ে সোনারগাঁও উপজেলা রেডক্রিসেন্টের টিম লিডার সাবরিনা আক্তার বৃষ্টি বলেন, আমরা যানজট নিরসনের ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হাইওয়ে পুলিশ এর সহযোগিতায় কাজ করে যাচ্ছি। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের অন্যতম ব্যস্ততম ষ্ট্যান্ড। চতুর্মুখী রাস্তা হওয়ায় উক্ত এলাকায় সবসময়ই গাড়ীর একটি জটলা সৃষ্টি হয়। তাই পবিত্র ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের উদ্দেশ্যে সোনারগাঁও উপজেলা রেড ক্রিসেন্ট এর ক্ষুদ্র প্রয়াস।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.