মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাঁকডাঙা সীমান্তে ২০০ মিলি এলএসডি(লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) সহ মোঃ ইসহাক(৪২) নামের এক ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটক চোরাচালানী একই এলাকার আব্দুল মজিদের ছেলে।
গতকাল মঙ্গলবার(২৫ এপ্রিল) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে কাকডাঙা সীমান্তের সীমানা পিলার ১৩/৩-এর ২ আরবি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাঁছি নামক স্থানে অভিযান চালিয়ে আসামী সহ এই ভয়ংকর মাদক আটক করা হয়।
আজ বুধবার(২৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।
বিজিবি অধিনায়ক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে কেড়াগাঁছি গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল নিষিদ্ধ মাদকসহ ওই আসামীকে আটক করা হয়। প্রতি বোতলে ৫০ মিলি এলএসডি থাকে। আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে(মামলা নং-৩৩)।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.