মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামি আটক ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া বিচারিক কাজে বিজ্ঞ আদালতকে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামিদের আটকে জেলা পুলিশ সিলেট অধিক গুরুত্ব দিয়ে আসছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল (মঙ্গলবার) জকিগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জকিগঞ্জ পশ্চিম লোহারমহল গ্রামের মৃত তাহির আলীর ছেলে লবিব আহমদ (৪২)'কে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত লবিব বিয়ানীবাজার থানার ২০১৩ সাল থেকে মাদক মামলার পলাতক আসামি। উক্ত মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চতুর্থ আদালত, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) এর টেবিল ৩ (খ) এ দোষী সাব্যস্ত করে আসামি লবিব আহমদ কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ ( দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লেখ আসামি লবিবের বিরুদ্ধে উক্ত সাজা পরোয়ানা ছাড়াও জকিগঞ্জ থানায় একাধিক আটকের পরোয়ানা রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.