মুসা মিয়া,চাঁপাইনবাবগঞ্জঃ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষারিয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামে ২৬ এপ্রিল রাত ০৩টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধীনস্থ ডিএমসি বিওপির একটি টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১ কেজি ভারতীয় হেরোইন ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
২৬ এপ্রিল গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’’ বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.