কুড়িগ্রাম প্রতিনিধিঃ “সুরক্ষিত শ্রবণ,সুরক্ষিত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) ২০২৩” উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে এবং জেলা প্রশাসন,কুড়িগ্রাম এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে মানববন্ধন,বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। । অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, , ,সিভিল সার্জন ডাঃ মোঃ মন্জুর-এ- মোর্শেদ , পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা,পরিবেশবাদী সংগঠন,জেলা মটর শ্রমিক ইউনিয়ন,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার জনগণ ।সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।তিনি বলেন এই দিবস উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে শ্রবণ,স্বাস্থ্য এবং মানসম্মত জীবন যাপনের ওপরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা। আলোচনা সভা শেষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।