কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানা পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৫ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের দিক-নির্দেশনায় সিলেট জেলার অপরাধ দমন, আসামি আটক ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জুয়া খেলা ও জুয়ার সাথে জড়িত অন্যান্য অপরাধের রোধ এবং জুয়াড়িদের চিহ্নিতকরণ এবং আটকে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে কোম্পানীগঞ্জের টুকের বাজারে কোম্পানীগঞ্জ থানার এসআই(নিঃ) গোপেশ দাসের নেতৃত্বে এএসআই (নিঃ) বজলুল হুদা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১। মোঃ হোসেন মিয়া (৩৫), পিতা- মোঃ আব্দুর রহিম, সাং- পশ্চিম টুকেরগাঁও ২। মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা- মৃত সিদ্দিক মিয়া ৩। মোঃ জসিম উদ্দিন (৩২), পিতা- মোঃ আলী আকবর,৪। মোঃ রুস্তম আলী (৩৪), পিতা- মোঃ শুক্কুর মিয়া, সর্বসাং- টুকেরগাঁও, থানা-কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট, ৫। সজল শর্মা (৩৮), পিতা- মৃত বিধু ভূষণ শর্মা, সাং- মানিকপুর, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ ও জব্দকৃত আলামত জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৪,৩৭০ (চার হাজার তিনশত সত্তর) টাকা, গাফলা খেলার গুটিসহ আটক করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা নং-২৩, তারিখ-২৭/০৪/২৩, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বণিক।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.