সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন ‘ শ্লোগান কে সামনে রেখে শুক্রবার কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। লিগ্যাল এইড মেলা, র্যালী আলোচনা সভা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।
বক্তব্য রাখেন জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌরমেয়র মো: কাজিউল ইসলাম, সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মঞ্জুর-এ-মুর্শেদ, নারী ও শিশু ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক এসএম নুরুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির শিপন, অ্যাডভোকেট মুসা মিয়া, সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট শামসুল হক সরকার প্রমুখ।
আদালত চত্বরে বসে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা। ব্রাক, ফ্রেন্ডশিপ, সলিডারিটি, আরডিআরএস সহ বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সংস্থা মেলায় স্টল বরাদ্ধ নিয়ে তাদের কার্যক্রম উপস্থাপন করে।
কুড়িগ্রামে জেলা আইনগত সহায়তা দিবস ২০২৩ র্যালীতে জেলা পুলিশের নান্দনিক ব্যান্ডদল র্যালীকে করেছে জাকজমকপূর্ন। অন্যদিকে পুরো অনুষ্ঠানজুড়ে জেলা পুলিশের নিরাপত্তা সেবা নিশ্চিত করা হয়।