সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ২৮শে এপ্রিল (শুক্রবার) জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে উপজেলা হলরুমে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আইন সহায়তা সদস্য সচিব,উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা ভাইস-চেয়ারম্যান শেফালি বেগম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম, তথ্য সেবা কর্মকর্তা হালিমা বেগম, মুক্তিযোদ্ধা মোতাল্লেব হোসেন, সাবেক ভিপি কামাল উদ্দীন,রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি কুশমত আলী,ডিগ্রি কলেজ অফিস সহায়ক রফিকুল ইসলাম বাটুল ও আনিসুর রহমান আনসু, সমাজসেবা অফিস সহায়ক গোলাম রব্বানি,ইউপি সদস্য তুফান সরি,ইউনিয়ন সচিব দবিরুল ইসলাম, সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে লিগ্যাল এইড মাধ্যমে গরীব অসহায় নির্যাতিত এবং হয়রানির শিকার মামলার জর্জরিত ব্যক্তিরা সরকারি খরচে আইনি সহায়তা পেয়ে থাকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.