মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ ভারতীয় জলসীমায় গিয়ে দূর্ঘটনা কবলে পড়ে বাংলাদেশী নৌযান এমভি রাফসান হাবিব-৩। এতে ভারতে আটকা পড়ে জাহাজে থাকা নয় বাংলাদেশী নাবিক। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ৩ টার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আটকা পড়া নাবিক ও জাহাজটি সাতক্ষীরার নীলডুমুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারী জাহাজটি ভারতীয় জলসীমায় গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। সেই থেকে টানা তিন মাস ভারতে আটকা ছিলেন এসব নাবিকরা।
উদ্ধার হওয়া নাবিকরা হলেন, চট্টগ্রামের বাশখালী গ্রামের আবুল কাশেম, লুড্ডা খালি গ্রামের মোঃ ইউসুফ, মধ্য সালার হাট গ্রামের বেলাল হোসেন, বাশখালী গ্রামের সাজ্জাদ হোসেন আপু, পূর্ব সৈয়দপুর গ্রামের তাবাসসুম ইউসুফ, বাশখালী গ্রামের আমির হোসেন মুন্না, ঝালকাঠি জেলার মালুয়ারা গ্রামের জাকির হোসেন হাওলাদার, নড়াইল জেলার চর দিঘলিয়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও ফরিদপুর জেলার গোপালপুর গ্রামের ফাহিম খান।
সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, তিন মাস ভারত জল সীমার ভিতরে দূর্ঘটনার কবণে পড়ে হেমনগর কোস্টাল পুলিশের তত্ত্ববধায়নে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছিল।
তিনি বলেন, ঘটনাটি বিজিবির দৃষ্টিতে আসার পর দূর্ঘটনা কবলিত নৌযানটি নাবিকসহ দেশে প্রত্যাবাসনের কার্যক্রম শুরু করে। অবশেষে বিএসএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পতাকা বৈঠকের মাধ্যমে নৌযানটি ও নাবিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। নাবিকরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.