আমিরুল ইসলাম রাশেদঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া কর্মসূচীর আলোকে ধান কাটা শুরু করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগ।
যুবলীগের সাধারণ সম্পাদক মো.বারেকের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা ২৮ এপ্রিল (শুক্রবার) সদর ইউনিয়নের গোঁয়াখালী মাতবরপাড়া এক কৃষকের প্রায় ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।
এদিন সকালে যুবলীগের নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে মাথায় গামছা বেঁধে মুজিবের গান গেয়ে ধান কাটা শুরু করে। পরে মাথায় করে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়।
পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.বারেক বলেন,চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আলোকে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কাটা শুরু করেছি। মাঠে যতদিন ধান থাকবে যুবলীগ ততদিন মাঠে থাকবে। কৃষকের ধান যাতে ক্ষতি না হয় সেটি মাথায় রেখে কাজ করবে যুবলীগ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.