মোঃ মহিউদ্দিন,ভোলা সদর প্রতিনিধিঃ মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে "বন্ধুমহল SSC-86 ভোলা" এর ঢাকাস্থ বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৮ এপ্রিল-২৩ ঢাকার উওরা হোটেল সী-শেলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। জমকালো আড্ডা ও পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত সকল বন্ধুগণ তাদের মুল্যবান বক্তব্যে স্মৃতিচারণের পাশাপাশি সাংগঠনিক বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সকল বক্তারা শুধু মাত্র বিভিন্ন উপলক্ষে মিলনমেলার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রাখার পরামর্শ প্রদান করেন।পাশাপাশি অনেকেই আশঙ্কা করেন, তাহলে অচিরেই সংগঠন গতি হারিয়ে ফেলবে বা সংগঠনের অপমৃত্যু ঘটবে।বক্তরা অতিদ্রুত একটি পরিচালনা কমিটি করে, সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ তৈরি করে, কার্যকর ও দৃশ্যমান কর্মসূচি গ্রহণ করে,তা বাস্তবায়নের মাধ্যমে সদস্যদের ব্যক্তি ও সমষ্টিগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোরালো অনুরোধ জানানো হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতার মাধ্যমে তাদের সাবলম্বী করে তোলা, পরস্পরের যোগাযোগ বৃদ্ধি করা, যার যার অবস্থান থেকে অন্য কোন বন্ধুর যে কোন সমস্যার ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করা। যে কোন সমস্যায় এবং বিপদে প্রশ্নহীন মানসিকতায় এগিয়ে আসা। রাজনৈতিক দলাদলি, ব্যক্তিগত জিঘাংসার উর্ধ্বে উঠে আমরা সকলে 'বন্ধুমহল ৮৬' এই মন্ত্রে উজ্জীবিত হওয়া। সকলের অংশগ্রহণ ও আলোচনায় কৈশোরের ভালবাসা আবারো জাগ্রত হয়ে ওঠে। নৈশভোজ ও আনন্দোৎসব যেন সকলকে ফিরিয়ে নিয়ে যায় স্কুল এবং কলেজ জীবনে। অনুষ্ঠান শেষে মৃত বন্ধু জজ সোহেল, হারুন অর রশীদ সহ সংগঠন ও সকল মানুষের কল্যাণে বিশেষ মোনাজাত করে ও সবাইকে অংশগ্রহণের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ সকল বন্ধুদের উপস্থিতির পাশাপাশি ভোলা থেকে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক ভোলা জোনের ভাইস প্রেসিডেন্ট মোঃ ফিরোজ উদ্দিন,ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন ও সমাজসেবক মুজিবুর রহমান রোমন।ঢাকা ইউনিটের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিবাদন জানানো হয়। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা -
দিদার, মুসা, আতিক,খালেক, নুরুল আমিন, ভক্ত, হুমায়ুন কবির, রিয়াজ ও বাহাউদ্দীন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.