মেহেরপুর প্রতিনিধিঃ শ্রমিক মালিক ঐক্য গড়ি, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি এই স্লো গানকে সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। সোমবার সকালে সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের একটি রেলি বের করে। ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের নেতৃত্বে রেলিটি শহরের মালোপাড়া থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন পাড়ার মোড়, বাসস্ট্যান্ড, হোটেল বাজার, বড় বাজার মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় জেলা ইমারত নির্মাণকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,
সাবেক সভাপতি আবুল হোসেন, শহিদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম
সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল ,সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, কোষাধাক্ষ খন্দকার নাফিজুর,প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক ইসরাফিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মজনু সর্দার, মাজেদুল হক, ছাবদার আলী, ফিরোজ আলী সহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা রেলিতে অংশগ্রহণ করেন।
রেলি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের মধ্যে সব চেয়ে বেশি আমরা শ্রমিক রয়েছি। আমাদের বেতন ভাতা ঠিক মত পায়না। ২০১৮ সালের আইন বাতিল করে নতুন করে সংশোধন করা হক। শ্রমিকরা যেন ন্যায্য অধিকার দাবি করে বক্তব্য রাখেন।