আজিম আলী,ঝিনাইদহঃ ঝিনাইদহে শান্তিপুর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬ উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৩৬টি, দাখিলে ৯টি এবং ভোকেশনালে ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জেলায় মোট ২৩ হাজার ৪’শ ৮০ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৪৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এর মধ্যে এসএসসি তে ২৯৬ জন, দখিলে ১১৬ এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। অনুপস্থিতির হারে মেয়েদেও সংখ্যাই বেশী। এর মধ্যে ছেলে ১৪৮ জন এবং মেয়ে ২৮৫ জন। তবে কোন পরীক্ষার্থী বহিস্কৃত হয়নি।
নকলমুক্ত ও শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা। পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.