মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় ঐতিহ্যবাহী ৩৫তম বৈশাখী মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ১ মে সোমবার রাতে শহরের সাধারণ পাঠাগার চত্বরে মেলা মঞ্চে ৩৫তম আসরের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা ঠাকুরগাঁও আ’লীগের সিনিয়র সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আখতারুজ্জামান প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী, সেরা স্টল প্রদর্শন, আলোকসজ্জা, দেওয়াল পত্রিকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে পিএইচডি ডিগ্রী অর্জন করায় ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারকে আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও তার প্রতি পঙ্ক্তিমালা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.