স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ পরিবর্তন হচ্ছেনা খুলনার শিববাড়ী মোড়ের নাম।
শিববাড়ী মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ থেকে সরে এসেছে খুলনা সিটি করপোরেশন(কেসিসি)।
১৯ এপ্রিল শনিবার কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন ঐতিহ্যবাহী শিববাড়ী মোড় সহ দুটি মোড়ের নাম পরিবর্তনের সিদান্ত স্হগিত করা হয়েছে।৩০ এপ্রিল রবিবার মিটিংয়ে গিয়ে আমি প্রথমেই এটি বাতিল করবো। শিববাড়ী মোড়ের যে নাম রয়েছে সেটিই থাকবে।
এর আগে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম স্বাক্ষরিত সাধারণ সভায় এক নোটিশ সুত্রে জানাযায় ৩০ এপ্রিল রোববার সকাল ১১ টারদিকে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ১৯ তম সাধারণ সভা অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।সভার আলোচ্যসুচির ১৪টি এজেন্ডার মধ্যে ৫ নম্বরে উল্লেখ রয়েছে নগরীর শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর করার প্রসঙ্গে আলোচনা ও সিদান্ত গ্রহণ।ওই নম্বরের আলচ্যসুচিতে বর্তমান বঙ্গবন্ধু চত্বরের শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগস্হল নাম পরিবর্তন করে শহীদ শেখ আবুনাসের চত্বর নাম করণের সিদান্ত গ্রহণের বিষয়টি অন্তভুক্ত রয়েছে। রোববার এবিষয়ে সিদান্ত নেওয়ার কথাছিল তবে সভার একদিন আগেই নাম পরিবর্তনের সিদান্ত থেকে সরে এসেছে কেসিসি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.