মোঃ মহিউদ্দিন,ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, দৌলতখান থানা, ভোলার তত্ত্বাবধানে, দৌলতখান থানাধীন চরপাতা ইউনিয়ন হইতে ২৩০ (দুইশত ত্রিশ) গ্রাম গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতখান থানা পুলিশের একটি চৌকস টিম।
অদ্য ০৩-০৫-২০২৩ তারিখ রাত ০০:২০ সময় এসআই (নিঃ)/মোঃ মাহমুদুল হাসান, দৌলতখান থানা, ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দৌলতখান থানাধীন চরপাতা ইউনিয়নের চরপাতা ০৯নং ওয়ার্ডস্থ মুজিববর্ষের আশ্রায়ন প্রকল্পের কলনীর উত্তর পার্শ্বে ধৃত আসামী মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (৪৫) এর চায়ের দোকানের পিছনের রুমে খাটের নিচে হইতে মাদক ব্যবসায়ী
১. মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (৪৫), পিতা-রুহুল আমীন পাটোয়ারী, সাং- চরখলিফা ০৮নং ওয়ার্ড, থানা- দৌলতখান, জেলা-ভোলাকে ২৩০ (দুইশত ত্রিশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে দৌলতখান থানার মামলা নং-০৬, তাং-০৩/০৫/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মাদক মামলা রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.