স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ গত বছরের তুলনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সুচকে বাংলাদেশ আরও এক ধাপ পিছিয়েছে।বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজকরা ফ্রাস্ন ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বুধবার ২০২৩ সালের এই সুচক প্রকাশ করে।সুচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্হান ১৬৩ তম।এবছর সুচকে দক্ষিন এশিয়ায় সবার নিচে থাকা বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১। বিশ্ব মুক্ত
গণমাধ্যম সুচকে ২০২২ সালে বাংলাদেশের অবস্হান ছিল ১৬২তম।সেসময় বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩ সংবাদমাধ্যমের স্বাধীনতা সুচকে বাংলাদেশের অবনমন ঘটেছিল ১০ ধাপ। এবছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে
সবার ওপরে আছে ভুটান।দেশটির অবস্হান ৯০ তম,।দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্হানে থাকা নেপালের অবস্হান ৯৫ তম,।মালদ্বীপের অবস্হান
১০০তম,শ্রীলঙ্কার অবস্হান ১৩৫ তম,পাকিস্তানের অবস্হান ১৫০ তম,।আফগানিস্তানের অবস্হান ১৫২ তম,ও ভারতের অবস্হান ১৬১ তম। সুচকে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। দেশটির স্কোর ৯৫ দশ
মিক ১৮। দ্বিতীয় অবস্হানে আয়ারল্যান্ড।দেশটির স্কোর ৮৯ দশমিক ৯১।তৃতীয় অবস্হানে থাকা ডেনমার্কের স্কোর ৮৯দশমিক ৪৮।
এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সুচকে সবার নিচে অবস্হান করছে উত্তর কোরিয়া।দেশটির স্কোর ২১দশমিক৭২। নুচের সারির দিক থেকে দ্বিতীয় অবস্হানে থাকা চীনের স্কোর ২২ দশমিক ৯৭।এর ওপরে থাকা ভিয়েতনামের স্কোর ২৪দশমিক ৫৮। কিন্তু মুক্ত গণমাধ্যম সুচক তৈরিতে আরএসএফ মুলত পাঁচটি বিষয় বিবেচনায় নেয়।সেগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট, নিরাপত্তাআইনি অবকাঠামো,অর্থনৈতিক প্রেক্ষাপট,সামাজিক সাংস্কৃতিক পেক্ষাপট ও নিরাপত্তা।