আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১৩ বাড়িঘর ও একটি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন এক মহিলা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
শুক্রবার (৫ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার সোহেলের কুলিং কর্নারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে পাশের মৃত বশর আলীর ছেলে কাপড় ব্যবসায়ী আকতার হোসেন, সবজি ব্যবসায়ী কামাল হোসেন, পেকুয়া বাজার হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বাদশাহ, তার ভাই কাপড় ব্যবসায়ী জুনাইদ, জুতা ব্যবসায়ী রিদুওয়ান, মৃত গুরামিয়ার ছেলে আশত আলী, আশত আলীর ছেলে মনিহারি ব্যবসায়ী নেজাম উদ্দিন, বাবুর্চি আব্দু শুক্কর, বাবুর্চি জসিম উদ্দিন, ভাঙারি ব্যবসায়ী নুরুল আজিম এবং কাপড় ব্যবসায়ী কফিল উদ্দিন ও সবজি ব্যবসায়ী মো.সোহেলের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
তারা আরও জানায়, এ সময় রোকেয়া বেগম নামের এক মহিলা আগুনে দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার আকতার হোসেনের স্ত্রী।
আগুনে ক্ষতিগ্রস্তদের পেকুয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান, পেকুয়া উপজেলা পরিষদ ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের ব্যবস্থার আশ্বাস প্রদান করেছেন বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।