নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) হরিপুর ইউনিয়নের আন্ধারকোটা মিশন প্রাঙ্গনে এ দিবস অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় মন্দিরা বিশ্বাস নামে এক কৃষক ব্রীধান-৮৪ (জিংক ধান) চাষ করেন। অনুষ্ঠানের শুরুতে গ্রামের সকল কৃষক এবং অতিথিবৃন্দ মন্দিরা বিশ্বাসের ধান ক্ষেতে পরিদর্শন করেন। ধানের ফলনে কৃষকরা পরবর্তীতে এই ধান চাষের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলার সহকারী কৃষি অফিসার মাহবুবুল আলম, আন্ধারকোটা মিশনের পাল পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, লাইভলীহুড টেকনিক্যাল স্পেশালিস্ট ইফতেখার উদ্দিন আহমেদ, পবা এপির প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক ও ডেভিড বাসকে সহ অত্র গ্রামের কৃষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে কৃষক মন্দিরা বিশ্বাস বলেন-”আমি জানতে পারি যে, এই ধানে প্রচুর পরিমানে জিংক রয়েছে-যা শিশু ও মা দের শরীরে খুবই উপকারী। তাই আমি এই ধান চাষে আগ্রহী হই। আমি এই ধান বিক্রি করবো না, আমরা পরিবারে খাবারের জন্য আমি আবাদ করেছি।” তিনি গ্রামবাসীর সকল কৃষকদের এই ধান চাষ করার জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে অতিথিগণও এটিকে অধিক জিংক সমৃদ্ধ বলে আখ্যায়িত করেন। এটি মানব দেহে জিংক ও আয়রনের ঘাটতি পূরণ হবে বলে জানান। তাই তারাও সকল কৃষকদের এই ধান চাষ করার জন্য উৎসাহ প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.