রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৯ মে মঙ্গলবার কৃষি অফিস চত্বরে ৩দিন ব্যাপি কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা'র শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এ দিন বিকেলে পৌর শহরে একটি শোভাযাত্রা বের করে কৃষি অফিস চত্বরে এসে শেষ হয় পরে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।
সভায় সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা আ'লীগ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী,প্রেসক্লাব পুরাতনের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের কৃষক ও বীজ , কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.