মোঃ শরিফুল ইসলাম,লালপুর,নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার রহিমপুরে ভাত রান্না করতে গিয়ে অগ্নিকাণ্ড আটটি বসতঘর পুড়ে ছাই
আজ মঙ্গলবার (৯মে) দুপুর ১২.৩০টার দিকে শহিদুলের স্ত্রী ভাত রান্না করতে গিয়ে অগ্নিকাণ্ডে বাড়ির ৮টি ঘর পুড়ে ছাই হয়েছে। অক্ষত রয়েছে পবিত্র আল-কোরআন শরীফ।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম এর স্ত্রী দুপুরে ভাত রান্না করতে গিয়ে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কে অবগত করলে তারা দূতো উপস্থিত হয়ে ,আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যায়। ফায়ার সার্ভিস লোকজন প্রায় দেড় ঘন্টা ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে শহিদুল ইসলামের বাড়ির মালামাল টিভি ফ্রিজ সহ ছোট-বড় প্রায় ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু পুড়ে ছাই হলেও দেখা যায় পবিত্র আল কোরআন প্রতিটা অক্ষরই অক্ষত অবস্থায় রয়েছে।
লালপুরে ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে। আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দেড় ঘন্টা কাজ করেছে। অগ্নিকাণ্ড বড় ধরনের ক্ষতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.