সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ রাণীশংকৈলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হিকমাহ এনলাইটেন্ড স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ের লক্ষ্যে সকল শিক্ষার্থীদের, অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ই মে) সকাল ১১ টায় স্কুলের প্রধান শিক্ষক, মাহিরুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য, মান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন, পরিচালক মিজানুর রহমান। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মুক্তার হোসেন। প্রধান শিক্ষক মাহিরুল ইসলাম, তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, শিক্ষার্থীকে সত্যিকারের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে একজন অভিভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে, প্রতিটি বিষয়ে একজন অভিভাবক হস্তক্ষেপ থাকলে শিক্ষার্থী কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রতিটি সন্তানকে সঠিক গাইডলাইন দিয়ে আদর্শ মানুষ করার লক্ষ্যে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হারিসুর রহমান।
উল্লেখ্য যে পরিচালক মিজানুর রহমানের একান্ত ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সফলতার সাথে পাঠদান করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.