রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা প্রতিনিধি নাটোরঃ ১০ মে ২০২৩ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২২তম একাডেমিক কাউন্সিল সভা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
একাডেমিক কাউন্সিল সভায় ২১তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, সামার ২০২৩ সেমিস্টারের ভর্তি পরীক্ষার সার্বিক অগ্রগতি উপস্থাপন, শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের আবেদন অনুমোদন, শিক্ষকদের উচ্চ শিক্ষার ভর্তি অনুমোদন, সিই, সিএসই, ইইই, আইসিই, এমই, বিবিএ ও ইংরেজী বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টার এর সামার ২০২২ এ অনুষ্ঠিত রেফার্ড/ইমপ্রম্নভমেন্ট পরীক্ষার ফলাফল অনুমোদন, পুরকৌশল বিভাগের পুরাতন সিলেবাসের একজন শিক্ষার্থী নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালানোর জন্য ক্রেডিট সমন্বয় এবং ছাত্রত্বের মেয়াদ বৃদ্ধিকরনের অনুমোদন, সিএসই প্রোগ্রামে মিড টার্ম পরীক্ষা চালু, পিপিলিকা সফট কোম্পানি কতৃর্ক ডেভেলপকৃত অটোমেশন সফ্টওয়্যার ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন, সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য—রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন এবং অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.