এম এ হানিফ রানা,স্টাফ রিপোর্টারঃ অদ্য ১০/০৫/২০২৩ খ্রিঃ তারিখে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে রিটার্নিং অফিসার কার্যালয় কর্তৃক আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় এবং আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কাজী হাবিবুল আউয়াল, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর, নির্বাচন কমিশনার, জনাব মোঃ জাহাংগীর আলম, সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, জনাব মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর ও জনাব কাজী শফিকুল আলম, বিপিএম- সেবা, পুলিশ সুপার, গাজীপুর। শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটরিয়াম, পিটিআই, গাজীপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোঃ ফরিদুল ইসলাম।
মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জনসাধারণ যেন স্বাচ্ছন্দে ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের যার যা যা করণীয় তা প্রতিপালনের নির্দেশ দেন। তিনি মনোনয়নপ্রাপ্ত সকল প্রার্থীদের নিকট হতে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন।
সভায় নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ ও তাদের সমর্থকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.