মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ আয়োজনে এবং সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট বিশ্বনাথ উপজেলা পর্যায়ে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩” এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
১০ মে (বুধবার) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় জানাইয়া মাঠে ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগের ফাইনালে হিরামন স্পোর্টিং ক্লাব (২-১) গোলে ওমর ফারূক একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগের ফাইনালে টেংরা ফুটবল টিম (১-০) গোলে কালিজুরী ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে রামসুন্দর খেলার মাঠে ক্রিকেট প্রতিযোগিতায় বালক বিভাগের নব দিগন্ত ক্লাব ১৫ রানে জাগরণ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে আল এমদাদ ক্রিকেট দল ২০ রানে চান্দশীর কাপন বালিকা ক্রিকেট একাডেমি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে অগ্রগামী খেলার মাঠে কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগের নব জনমঙ্গল ক্লাব (২০-১৪) পয়েন্টে বিশ্বনাথ মডেল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে আল মুক্তিরগাঁও বালিকা ক্লাব (১২-৪) পয়েন্টে জানাইয়া বালিকা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে লামাকাজি খেলার মাঠে ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় বালক বিভাগের নব দিগন্ত ক্লাব (২১-১২,২১-১০) পয়েন্টে ২-০ সেটে জাগরণ মডেল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বালিকাদের বিভাগে আল টেংরা বালিকা ক্লাব (২১-১১,১৩-২১,২১-১৮) পয়েন্টে ২-১ সেটে জনমঙ্গল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে খাজাঞ্চি খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতায় বালক বিভাগের নব দিগন্ত ক্লাব (২৫-১৫,১২-২৫,২৫-১৪) পয়েন্টে ২-১ সেটে রবি মডেল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগে আল টেংরা বালিকা ক্লাব (২৫-১২,২৫-২২) পয়েন্টে ২-০ সেটে চান্দশীর ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে এবং সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসমা জাহান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকদ্দছ আলী ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহেল রানা। এছাড়াও সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনূষ্ঠানে পলাশী মজুমদার ও মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ইউনিসেফের বিভিন্ন সচেতনতামূলক সেশন পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.