নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২১-২০২২ অর্থ-বর্ষের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) সকাল ১০টায়
নন্দীগ্রাম কেজি একাডেমি এন্ড হাইস্কুল মিলনায়তনে নন্দীগ্রাম উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
নন্দীগ্রাম উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান পরিতোষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও সেক্রেটারী উদ্ধার চন্দ্র প্রাং এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া ও নাটোর জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস, জেলা প্রোগ্রাম অফিসার আবু ওবায়েদ আলী।
উপস্থিত ছিলেন নন্দীগ্রাম কেজি একাডেমি এন্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক আব্দুল হাই, অত্র ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান খন্দকার মন্জুর রহমান, ট্রেজারার রওশন আরা রন্জু, ডিরেক্টর কৃষ্ণা রানী সরকার, ডিরেক্টর শফিকুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক মনজুরুল হক সহ বর্তমান ও সাবেক সদস্য, কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এসময় উপস্থিত বক্তাগণ শেয়ার, সঞ্চয় ও আমানত জমা এবং আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।শেষে র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।