বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গত ১৩ মে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূইয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
প্রধান অতিথির
বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সমাজ সংস্কার ও আদর্শ রাষ্ট্র গঠনে ইমাম সমাজের অনেক ভূমিকা রয়েছে।
শেখ হাসিনা সরকার ইসলামী শিক্ষা প্রসারে দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নিমার্ণ করে ধর্মীয় শিক্ষা বিস্তারে একটি যুগান্তকারী উদ্যােগ গ্রহন করেছেন। সরকার দেশের ইমাম ও মোয়াজ্জেমদের কল্যাণে উন্নয়ন মুলক বিশেষ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
কাউন্সিল অনুষ্ঠানে প্রধান নিবার্চন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট এহসান উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর শাখার সহ-সভাপতি মাওলানা আশফাক উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সস্পাদক হাফিজ শামছুজ্জামান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ রফিকুল ইসলাম রায়হান।
এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল আম্বিয়া, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
কাউন্সিলে সভাপতি পদে হাফিজ মাওলানা সামছুজ্জামান, সাধারণ সম্পাদক পদে মাওলানা জুনেদ আহমদ নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.