এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের তৈয়বপুর গ্রামের তিনটি বিবাদমান রাস্তাটি প্রতিবেশীরা কাঁটাতারের বেড়া ও মাটি দিয়ে ভরাট করে দেওয়ার ফলে, উক্ত গ্রামের অনেকগুলি জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়, এ নিয়ে অনেক বিচার সালিশ হয়েছে, কিন্তু কোন প্রকার সমস্যার সমাধান কেউ করতে পারে নাই, পরিশেষে থানায় অভিযোগ এবং আদালত পর্যন্ত মামলা হয়েছে , এতে করে কোন সমাধান না হওয়ায়, অবশেষে (১২ই মে) শুক্রবার বৈকাল ৫ ঘটিকায় সময় এক সুষ্ঠু বিচারের মাধ্যমে বিরামপুর পৌরসভার সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী তার সুদৃঢ় নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এবং বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের সহযোগিতায় জনসাধারণের চলাচলনের জন্য রাস্তার প্রতিবন্ধকতা দূর করে চলাচলের ব্যবস্থা করার ফলে তৈয়বপুর এলাকাবাসী পৌর মেয়রকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পৌর মেয়রের জীবনের দীর্ঘায়ু কামনা করে ।
জানা যায় উক্ত গ্রামের তিনটি রাস্তার বিবাদমান সমস্যা ছিল প্রায় এক যুগ ধরে কেউ এর সমাধান করতে পারে নাই তাই এলাকাবাসী আবারও মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন সহ উক্ত গ্রামের সুধীজন, মাতবর এবং আশেপাশের গ্রামের অনেক লোকজন।