মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ সিলেট জেলা ডিবি পুলিশের অভিযানে ৯২ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামি আটক ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ, মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং আটকে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মে (শনিবার) ভোরে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই/ইয়াকুব হোসের এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন ৫নং উত্তর রণিখাই ইউপি’র বতুমারা নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আইন উদ্দিন (২৯), পিতা- মোঃ আবুল বারী প্রকাশ আব্দুল বারী, সাং- নোয়াগাঁও বতুমারা, থানা- কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে আটকপূর্বক তার ঘর তল্লাশী করে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইন্সপেক্টর শ্যামল বণিক।