মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ ও আশ্রয়কেন্দ্রের এলাকার মানুষের মাঝে
নিজের ব্যক্তিগত তহবিল থেকে নিজ অর্থায়নে শুকনা খাবার বিতরণ করেছেন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার।
স্থানীয়রা জানান,ঘূর্ণিঝড় মোখা'র পূর্বাভাস আসামাত্রই গত ১১ মে বৃহস্পতিবার রাত থেকে থেকে ১৩ মে শনিবার রাত পর্যন্ত জনগনকে বিভিন্ন উপায়ে সচেতন করে যাচ্ছেন এই ইউপি চেয়ারম্যান,সকাল হলেই শুরু করেন নিজ মোটরসাইকেল যোগে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘূর্ণিঝড় সম্পর্কে প্রচার-প্রচারণা,এমন মহতি উদ্যোগে জনগনের প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার।
এ বিষয়ে জানতে চাইলে ১৩ মে রাত সোয়া ১১ টায় সাংবাদিকদের তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কাজ করে যাচ্ছি,১১ মে থেকে আজ রাত পর্যন্ত ভালো ভাবে ঘুমাতে ও পারি নাই গতকাল শুক্রবার রাত ৪ টা পর্যন্ত বেড়িবাঁধে গিয়ে মাইকিং সহ বিভিন্ন প্রচারনায় ব্যস্ত ছিলাম,আমার ইউনিয়নের আশ্রয়কেন্দ্র গুলোতে প্রায় ৫ শত মানুষ অবস্থান করেছে এবং আমি আমার ব্যক্তিগত অর্থায়নে তাদের মাঝে গুড়,মুড়ি,চিড়া বিতরণ করে যাচ্ছি।
এসময় তিনি বলেন,আমার ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকার জন্য ৭০ জন্য সদস্য নিয়ে একটি টিম গঠন করেছি যারা বিভিন্ন ইউনিটে কাজ করে যাচ্ছে,জনস্বার্থে আমার মুঠোফোন ২৪ ঘন্টা খোলা রয়েছে আমার ইউনিয়নের মানুষের সুখের সময় যেমন সাথী হিসেবে ছিলাম তেমনি দুঃখের ও সাথী হিসেবে থাকব।
এসময় আলাউদ্দিন সর্দার বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় এখন রাত ১১ টা বাজলে ও আমি সাধারণ মানুষের মাঝেই অবস্থান করছি,আশ্রয়কেন্দ্রে রয়েছি ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত আমি জিবন বাজি রেখে আমার ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.