হেলাল হোসেন কবিরঃ প্রান্তিক পর্যায়ে সাংস্কৃতিক কর্মীদের সুসংগঠিত করতে লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম আদিতমারী উপজেলা কমিটি গঠন হয়েছে।
শনিবার (১৩ মে) বিকাল ৪ ঘটিকায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বুড়ির বাজার সংলগ্ন কলকব্জা কমপ্লেক্সের সামনে সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আয়োজনে এই কমিটি গঠন করা হয়।
সেখানে সভাপতিত্ব করেন,
সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন রংপুরী।
সেখানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম এর আহবায়ক সূফী মোহাম্মদ, যুগ্ম আহবায়ক এম ছাইদুল হক, সদস্য সচিব জামাল হোসেন, সদস্য আখতারুজ্জামান, দীপক মন্ডল, মাসুদ রানা রাশেদ, হেলাল হোসেন কবির প্রমুখ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে
সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম আদিতমারী উপজেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন রংপুরী ও সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মণসহ ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষজনের মন খুব উদার হয়,তবে কোন সাংস্কৃতিক কর্মী বিপদে পরলে সমাজের অন্য অঙ্গনের মানুষরা পাশে আসে না, তাই সাংস্কৃতিক কর্মীদের করুন অবস্থা হয়, মানুষের পাশে থাকার জন্য সকল সাংস্কৃতিক কর্মীদের একসাথে কাজ করতে এই সংগঠন সহায়ক হবে।
সংগঠন আহবায়ক সূফী মোহাম্মদ বলেন, আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য যা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম। তাই এ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপূর্ণ বিকাশের মাধ্যমে জাতীয় সংস্কৃতিতে বিশেষ অবদান রাখতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাংস্কৃতিক কর্মকান্ডকে যুক্ত করে একটি সাংস্কৃতিক অর্থনীতি গড়ে তুলতে শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের স্বার্থরক্ষা অত্যন্ত জরুরী। এরই লক্ষ্যে লালমনিরহাট জেলা সদরে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম-এর আত্মপ্রকাশ ঘটে। ফোরামের কার্যক্রম এগিয়ে নেওয়ার মানসে বর্তমানে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়ন, ৫টি উপজেলা ও ২টি পৌর শাখা কমিটি গঠনের মাধ্যমে ফোরামের একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে এ কমিটি গঠন করা হলো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.