মোঃ মজিবর রহমান শেখঃ জীবনের প্রথম স্পর্শ মা। মাকে নিয়ে আবেগ আর ভালবাসা একটু বেশী। মায়ের প্রতি সম্মানে আরো উদ্ধুদ্ধ করতে মায়ের পা ধুয়ে সম্মান জানালেন স্কুল শিক্ষার্থীরা। ১৪ মে রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুয়ে সম্মান জানান।
মায়ের পায়ে ধুয়ে সম্মান জানাতে পেরে যেমন শিক্ষার্থীরা খুশি হয়েছেন। অপরদিকে সন্তানের এমন ভালবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়টির ৭ম শ্রেণীর শিক্ষার্থী মিম বলেন, মাকে অনেক ভালবাসি। তবে সে ভালবাসার কথা প্রকাশ করা হয়না। আজকে মায়ের পা ধুয়ে সে ভালবাসা প্রকাশ করতে পেরে খুব আনন্দ লাগছে। এ ধরনের শিক্ষা আগামীতেও মায়ের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা বাড়াবে। সন্তানের হাতে এমন ভালবাসা পেয়ে এক মা বলেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সন্তানের হাতে এমন ভালবাসা পাব আজ কখনো ভাবিনি। নিজেকে গর্বিত মা মনে হচ্ছে আজ। আমি অনেক বেশী খুশি ও আনন্দিত। দোয়া রইলো সকল সন্তানের জন্য। স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম বলেন, প্রতি বছরে আমরা মায়েদের নিয়ে মা মেলার আয়োজন করে থাকি৷ এবারো মায়েদের সম্মানার্থে আমরা সন্তানদের দ্বারা পা ধুয়ে একটি প্রোগ্রাম সম্পন্ন করেছি। মূলত মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে আর এমন আয়োজন করেছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.