এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা (বালু খোলা) গ্রামের ৪ বছরের শিশু আব্দুল্লাহ ওরফে বায়েজিদ এর পরিবার ও বাংলাদেশ মানবধিকার কমিশনসহ এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩মে শনিবার বিকেলে মনোহরপুর ইউপির তালুক ঘোড়াবান্ধা বালু খোলা গ্রামের ধান ক্ষেতে পুলিশ তার লাশ উদ্ধার করে।
উল্লেখ্য এ ঘটনায় মঙ্গলবার (৯ মে) দুপুরে পলাশবাড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা রায়হানা বেগম। এর আগে সোমবার (৮মে) বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বায়েজিদ। নিখোঁজ শিশু পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে।
বায়েজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। মা রায়হানা বেগমও ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু বায়েজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। পরে রাতে পুলিশ এসে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে দেখে।
এ ঘটনায় পলাশবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।নিখোঁজ বায়েজিদের মা রায়হানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,বায়েজিদ প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেতো। আবার কিছুক্ষণ পর ফিরে আসতো। কিন্ত বায়োজিদ সেদিন বাড়ীতে আর ফেরেনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি এসএম জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওয়াতায় আনতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.