হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন,পৌরসভার দায়িত্ব হচ্ছে রাস্তা তৈরি করে দেওয়া, কিন্তু এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে আপনাদেরকে। কেননা রাস্তা তো আর প্রতিদিন হবে না।
পৌরমেয়র বলেন, এ রাস্তা প্রসার করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, যে এলাকার রাস্তা যত উন্নত, সেই এলাকার জমির ডিমান্ড ঠিক তদ্রপ উন্নত।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আমরা বড় বড় কাজ হাতে নিতে পেরেছি। ইতিমধ্যে পৌর এলাকায় প্রায় ৭০ টি রাস্তার কাজ শুরু হয়ে গেছে। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর পৌরসভার উন্নয়নের জন্য প্রায় দেড়শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
সোমবার (১৬ মে) দুপুরে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁসারীপাড়াযর রাস্তার কাজের উদ্বোধন কালে একথা বলেন তিনি।
উদ্বোধন কালে মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন (আনু), সাধারণ সম্পাদক ও দুই নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুল আল মামুন,৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুফিয়ান আহমেদ রুপক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয় এবং এলাকাসকবাসী ফুলের মালা পরিয়ে মেয়রকে অভিনন্দন জানায়।