মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে ট্রাক ও মিনি পিক আপ মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
১৭ মে (বুধবার) দুপুর ১২:৩০ ঘটিকার সময় জাফলং থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী বালুবাহী নাম্বারবিহীন ট্রাক ও দরবস্ত থেকে ছেড়ে আসা জৈন্তাপুর অভিমুখী গরু বোঝাই নাম্বারবিহীন মিনি পিক আপ কাটাগাং নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের লুৎমহাইল গ্রামের মৃত হবিব উল্লাহ এর ছেলে নুরুল ইসলাম (৪৫), হেলিরাই গ্রামের ইউসুফ আলীর ছেলে ছায়াদ আহমদ (৩৫) নিহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিম ও জৈন্তাপুর ফায়ার সার্ভিস টিমের সদস্যরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় আহত ৩ জনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন একই উপজেলার ডৌডিক গ্রামের আব্দুল করিমের ছেলে ট্রাক ড্রাইভার মামুন আহমদ (৪৫), তেলিজুরি গ্রামের আরব আলীর ছেলে মিনি পিক আপ ড্রাইভার রায়হান আহমদ (১৬), হেলিরাই গ্রামের ওয়াছির আলীর ছেলে রুহুল আহমদ (৩৫)। জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিমের সদস্যদের সহযোগিতায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, নিজপাট ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন সাবেক সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
দুর্ঘটনার প্রায় ২ ঘণ্টা পর তামাবিল হাইওয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.