গুরুদাসপুর,নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে দুটি পাওয়ার থ্রেসার (ধান মাড়াই) ও একটি মেইজ সেলার (ভুট্টা মাড়াই) মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার সুবিধাভোগী কৃষক বিয়াঘাট গ্রামের মো. আলম, পুটিমারী গ্রামের নুরুল ইসলাম ও পিপলা গ্রামের রেজাউল করিমের হাতে ওই কৃষি যন্ত্রপাতির চাবি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী মাহাবুব ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান প্রমুখ।