স্টাফ রিপোর্টারঃ জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কর্তৃক আয়োজিত 'মৈত্রী ও সম্প্রীতির মিলন উৎসব' অনুষ্ঠানে দুই বাংলার বিশিষ্ট ব্যক্তি এবং সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে দুই বাংলার সাংস্কৃতিক মেল বন্ধনে বিশেষ ভূমিকা রাখায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম-কে "অবিনাশ চন্দ্র ঘোষ স্মৃতি সম্মাননা" স্মারক প্রদান করা হয়।
এসময় বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনের দুই বাংলার সমন্বয়কারী ও শ্যামলী যাত্রী পরিবহনের স্বত্বাধিকারী শ্রী অবনী কুমার ঘোষ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. রাধাকান্ত সরকার, পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম জেবিন বিনতে শেখ, বিশ্ব রেকর্ড করা ভারতীয় সঙ্গীত শিল্পী ড. শিবানী দাস উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.