পুঠিয়া উপজেলা প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সাবেক মেয়র রবিউল ইসলাম রবি সহ ও দু’জন সাংবাদিকের বিরুদ্ধে,পুঠিয়া দুর্গাপুরের মাননীয়,এমপি ডাক্তার মনসুর রহমানের,করা ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সাইবার
ট্রাইব্যুনাল আদালত রাজশাহী।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে মামলাটি থেকে অব্যাহতির রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান।
পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ ডা. মনসুর রহমানের করা মামলায় (২০২১/৯) আসামি করা হয় সাবেক পুঠিয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি,ও সাংবাদিক আরিফ সাদাত,ও এইচ এম শাহ নেওয়াজ।
বাদি পক্ষের আইনজীবী ওসমান আলী বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, শুনানি ও যুক্তিতর্কেন পর আদালতে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। যার কারণে তাদের এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইসমত আরা পিপি। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.