মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ শিক্ষা, শান্তি, প্রগতি'র পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে সিলেট জেলা ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। করোনা মহামারি থেকে শুরু করে সিলেটে ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা এবং অসহায় কৃষকের ধান কেঁটে ঘরে তুলে দেওয়ার কাজ করেছে সিলেট জেলা ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের দিক-নির্দেশনায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মানুষের যেকোনো প্রয়োজনে কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া নাজমুল-রাহেল সিরাজের দক্ষ পরিচালনায় দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যেকটি উপজেলায় ছাত্রলীগের কর্মীসভা ও কমিটি অনুমোদন অব্যাহত আছে। জেলা ছাত্রলীগের নির্দেশনায় অনুমোদনকৃত উপজেলা ছাত্রলীগ কমিটি উপজেলার তৃণমূল পর্যায়ের ওয়ার্ড ও ইউনিয়নে কাজ চালিয়ে যাচ্ছে।
দীর্ঘ ১০ বছর পর তাদের মধ্যে অন্যতম ছিলো জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মীসভা। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি খুব শীঘ্রই অনুমোদন হতে যাচ্ছে। কমিটির নেতৃত্ব নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ মনে করছেন উপজেলা ছাত্রলীগের কমিটিতে তৃণমূলের সিনিয়র নেতাদের মূল্যায়ন করা হতে পারে আবার অন্যদিকে কেউ কেউ মনে করছেন তরুণ নেতাদের হাতে আসতে পারে নেতৃত্ব।
অনুসন্ধানে দেখে গেছে, গুঞ্জন রয়েছে অনুমোদনের অপেক্ষায় নতুন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ কমিটিতে সিনিয়র নেতাদের মধ্যে হাবিবুর রহমান, মনসুর আহমদ, সেলিম রানা, সাইফুল আলম, বুরহান আহমেদ, ফয়সল উদ্দিন, জাকারিয়া আহমদ তাদের মধ্যে যেকোনো দুইজন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতৃত্বে আসতে পারে। আবার গুঞ্জন রয়েছে তরুণ নেতৃত্বে কমিটি হলে তরুণ ছাত্রলীগ নেতাদের মধ্যে আলমগীর এইচ রায়হান, নেহাল পাল, জাহাঙ্গীর আলম পারভেজ তাদের মধ্যে যেকোনো দুইজন তরুণ ছাত্রলীগ নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে পারে৷
জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতাকর্মী বলেন, দীর্ঘদিন ধরে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ কমিটি নেই। দীর্ঘ ১০ বছর পর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রচেষ্টায় উপজেলায় ছাত্রলীগের কর্মীসভা হয়েছে। উপজেলা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীরা ভালো কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ও বাংলাদেশ ছাত্রলীগের যেকোনো প্রয়োজনে উপজেলায় তাদের কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে। আমরা আশাকরি খুব দ্রুত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের যোগ্য একটি পূর্ণাঙ্গ নতুন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ কমিটি উপহার পাবো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.