মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলার সকল প্রতিযোগীকে পিছনে ফেলে শীর্ষ (১ম) স্থান অধিকার করেছেন ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার হাফেজ মো: আব্দুস সামাদ।একই সাথে দ্বিতীয় স্থান অধিকার করেছেন শ্যামনগরের লক্ষ্মীখালী বাগে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ তালহা যোবায়ের ও তৃতীয় হয়েছেন কালিগঞ্জের সেহারা নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার খালিদ হোসেন।শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের মেহেদিবাগে মাসজিদে কুবা কমপ্লেক্সে জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন বিচারকবৃন্দ।পরে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথম স্থান অধিকারীর হাতে ৫০ হাজার টাকার চেক, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩০ হাজার টাকার চেক, তৃতীয় স্থান অধিকারীকে ২০ হাজার টাকার চেক এবং পরবর্তী সাতজনের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক প্রদান করেন।সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন এবং সহকারী কমিশনার আবদুল্লাহ আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসজিদে কুবার সভাপতি এবং দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মসজিদে কুবার উপদেষ্টা সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামসুজ্জামান বাবু, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা প্রমূখ।প্রসঙ্গত, এর আগে গত ২ এপ্রিল সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের হিফজুল কোরআন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। মাসব্যাপী বয়সভিত্তিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ১২, ১৫ ও ১৭ বছরের ৮৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.