মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ মাত্র ৩ লক্ষ টাকা হলে একটি কিডনি প্রতিস্থাপন করে সুস্থ জীবনে ফিরে আসতে পারে যুবক আল-আমীন । রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছটফট করছেন ২৪ বছরের যুবক মোঃ আল-আমীন প্র্যায় দেড়মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছেন । তার শরীরের ২ টি কিডনি অকেজো হয়ে গেছে , ডাক্তার বলছে আপাতত ১ টি কিডনি প্রতিস্থাপন করলে আল-আমীন কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আর এজন্য চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৭ লক্ষ টাকা । তার পরিবার ধার দেনা করে ৪ লাখ টাকা জোগাড় করেছে । বাকী টাকা তাদের পরিবারের পক্ষে জোগাড় করে চিকিৎসা সেবা দেওয়া ভীষণ কষ্ট সাধ্য হয়ে উঠেছে ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খাঁন বাড়ির মরহুম মাওলানা আঃ ছাদেকের ৫ সন্তানের মধ্যে মোঃ আল-আমীন ২য় । ব্যক্তিগত জীবনে আল-আমীন এখনো অবিবাহিত । তার পিতা মাওলানা আঃ ছাদেক এক সময় বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষকতা করেছেন , তিনি বিগত ৮ বছর আগে মৃত্যু বরণ করেন । যার শিক্ষকতা জীবনে অসংখ্য ছাত্র ছাত্রী আজ মানুষ মতো হয়ে দেশ বিদেশে রাস্ট্রের সরকারি বেসরকারি অনেক জায়গায় উঁচু আসনে বসে চাকরি করেছেন সেই শিক্ষক বাবার সন্তান আল-আমীনের আজ টাকার জন্য চিকিৎসা বন্ধ ।
তাই দেশ বিদেশের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে তার পরিবার তাকে একটু আর্থিক সহযোগিতা করার জন্য ।
যোগাযোগঃ
মোঃ আল-আমীন,
মোবাইল নংঃ ০১৭৪৮৬৩১০৪০,