এস এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে দোকান মালিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।সোমবার (২২) মে সকালে জেলার সদর উপজেলার বারুইপাড়া বাজারে নায়েব ও ইজারাদার কর্তৃক যোগসাজসে অবৈধভাবে খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও অনিদিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেন স্থানীয় ব্যবসায়ীরা।
এসময় বক্তারা বলেন,”বারুইপাড়া বাজারের স্থায়ী দোকান মালিকগণ আমাদের নিজস্ব সম্পত্তিতে দোকান নির্মান করে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট ভাড়া প্রদান করিয়া আসেতিছি এবং অত্র এলাকার সাধারন শ্রমজীবী মানুষ জীবন জীবিকার তাগিদে উক্ত দোকান গুলিতে আমাদের নিকট হইতে মাসিক ভাড়া চুক্তির ভিত্তিতে বিভিন্ন প্রকার ক্ষুদ্র ব্যবসা বানিজ্য পরিচালনা করিয়া আসিতেছে। আমরা দোকান মালিকগণ সুদীর্ঘ ২০/২৫ বৎসর যাবত ধরিয়া নিজস্ব মালিকানা ও ক্রয়কৃত সম্পত্তিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ দোকান নির্মান করিয়া ভাড়া প্রদান করিয়াছি। সেই থেকে কোন ইজারাদার আমাদের দোকানের ব্যবসায়ীদের নিকট হইতে কোন প্রকার খাজনা গ্রহন করে নাই।অথচ চলতি বছরের পহেলা বৈশাখ হইতে বারুইপাড়া হাটের ইজারা পায় মোঃ লিটন শেখ।পরে আমাদের ব্যবসায়ীদের নিকট হইতে খাজনা আদায়ের জন্য চাপ দিতে থাকে এবং ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হইতে দৈনিক অবৈধভাবে ১০০/১৫০ টাকা করে খাজনা আদায় করে। বারুইপাড়া বাজারে গিয়া দোকান মালিক,হইতে দোকান প্রতি প্রত্যেক হাটে ৭০/- (সত্তর) টাকা করে দিতে বলাসহ ব্যবসা বন্ধকরার হুমকি দেয়।অনেক দোকান মালিক এবং ব্যবসায়ীরা এ খাজনা আদায়ে বাধা প্রদান করিলে মোঃ লিটন শেখ প্রকাশ্যে আমাদের জীবন নাশের হুমকি দেয়”।
এসময়, ইজাদার লিটন শেখের বিরুদ্ধে জোর পূর্বক খাজনা আদায় করে রশিদ না দেওয়ার অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাট ও বাজার (স্থাপনা ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০১৮ এর বিধি-৩ অনুযায়ী কোন মালিকানার সম্পত্তি অধিগ্রহন ছাড়া খাজনা আদায় করিতে পারিবে না। দোকান মালিক ও ব্যবসায়ীগণ এই অন্যায়ভাবে খাজনা আদায়ের বিরুদ্ধে জোর প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান।পরে,উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারী বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করেন এখানকার ব্যবসায়ীরা।