এসকে এম হুমায়ুন,বাগেরহাটঃ দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটের কচুয়া উপজেলায় সরকারিভাবে ধান, চাল,গম সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২৪ মে(বুধবার)বেলা ১১ টায় কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃনাসির উদ্দীন,কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি আশরাফুল হক,কচুুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মামুনূর রশিদ,কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য গোলাম সোকরানা রব্বানী আজাদ,কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দিহিদার সুজন,সদর ইউনিয়নের ইউপি সদস্য সেখ সাইফুল ইসলাম সাবু প্রমুখ।
এ বছর চলতি বোরো মৌসুমে উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ শত ৭৮ মেট্রিকটন এবং প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।সে হিসাবে প্রতিমণ ধানের মূল্য হচ্ছে ১ হাজার ২ শত টাকা।
এদিন খাদ্য গুদামে ধান সরবরাহকারী কৃষক আব্দুল হক খান বলেন,বাজারে বর্তমানে ধানের মূল্য আছে ৯ শত ৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত কিন্তু সরকারের কাছে মন প্রতি ১ হাজার ২ শত টাকায় বর্তমানে বিক্রি করতে পেরে আমি অনেক খুশি।
এদিন কচুয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃনাসির উদ্দীন বলেন,তালিকায় থাকা প্রতিজন কৃষক সর্বনিম্ন ৩ মন থেকে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরকারের কাছে আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন।গত ৭মে থেকে শুরু হওয়া এ ধান সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছর বোরো মৌসুমে চার লাখ টন ধান, সাড়ে ১২ লাখ টন সেদ্ধ চাল ও এক লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.