কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা কৃষকরা হলেন, উলিপুর থেতরাইয়ের মো. শাহাজালাল (৪৫) ও চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অবরু শেখ (৫০)। এসময় চিলমারীতে আরও ৩ কৃষক আহত হন। আহতরা উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।রাণীগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া জানান, চর উদনায় ধান কাটতে গিয়ে চার কৃষক বজ্রপাতে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অবরু শেখ মারা যান। বাকিদের উলিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ফুলবাবু, আম্মর আলী ও আশরাফুল ইসলাম।
অপরদিকে, উলিপুর উপজেলায় বাদাম খেতে কাজ করতে গিয়ে চর গোড়াইপিয়ারে শাহাজালাল নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি দলদলিয়া ইউনিয়নের গণক পাড়ার রহিজউদ্দিনের ছেলে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.