ঠাকুরাগও প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২২নং সেনুয়া ইউনিয়ন ছাত্রলীগ দরিদ্র কৃষক লিয়াকত আলীর ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে ছাত্রলীগের রুহিয়া থানার ২২নং সেনুয়া ইউনিয়নের সভাপতি নাঈম ইসলাম ও সাধারণ সম্পাদক রিশাদুরজামান রিশাদের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা মাথায় গামছা বেধে মুজিবের গান গেয়ে দলবদ্ধ হয়ে সেনুয়া ইউনিয়নের এক দরিদ্র কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
ধানকাটায় অংশ নিয়েছেন রুহিয়া থানার ২২নং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি নাঈম ইসলাম ও সাধারণ সম্পাদক রিশাদুরজামান রিশাদসহ আরও অনেকে।
ছাত্রলীগ নেতা আবু নাঈম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা ২২নং সেনুয়া ইউনিয়ন ছাত্রলীগ আজ বৃহস্পতিবার দরিদ্র কৃষক লিয়াকত আলীর ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত মাঠে ধান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। কোনো কৃষকের ধান যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমরা কাজ চালিয়ে যাবো। বঙ্গবন্ধুর সৈনিক ছাত্রলীগ একজন কৃষকের ধান নষ্ট হতে দেবে না।