কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাটে বাল্য বিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কিশোর-কিশোরীদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার (২৫মে) দুপুর ২টার দিকে জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ী বালাকান্দী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের এর আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ধনেশ্বর চন্দ্র বর্মন। তিনি বলেন,আমাদের নতুন প্রজন্মদের মাদক থেকে দুরে থাকার পাশাপাশি বাল্যবিবাহকে না বলতে হবে এবং সহপাঠীদের যাতে বাল্য বিয়ে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলায় এবং সাম্প্রদায়িক সম্প্রীত বজায় রাখতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান '।
এতে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফিরোজা ইয়াসমিন,গোলাম মোস্তফা সরকার,আকিকুন নাহার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.