মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ টেকনাফে উদ্ধারকৃত লাশ সনাক্ত করতে গিয়েছেন ঈদগাঁও ও চৌফলদন্ডির স্বজনরা। ২৪ রাতে স্বজনদের লাশ দেখতে দেয়া হলেও লাশের বিকৃত অবস্থার কারণে তারা সনাক্ত করতে পারেননি। টেকনাফে যাওয়া স্বজনরা হলেন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত কবির আহমদের ছেলে মোঃ ইউনুস ও তার নিখোঁজ বড় ভাই মোহাম্মদ ইউসুফের স্ত্রী শামসুন্নাহার। তাদের সাথে যান চৌফলদন্ডি হায়দর পাড়া থেকে নিখোঁজ হওয়া জমির উদ্দিন রুবেলের আপন মাতা ও বোন।
এছাড়াও যান কক্সবাজার শহরের নুনিয়াছড়া থেকে নিখোঁজ ইমরানের পরিবারের সদস্য বৃন্দ।
যে তিনজনের লাশ টেকনাফের দমদমিয়ার গভীর পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে নিখোঁজ ইউসুফের লাশ রয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পোস্টমর্টেমের পর আজ বৃহস্পতিবার বিকেলে লাশটি তার ছোট ভাই ইউনুস ও ইউসুফের স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদ ইউনুস জানায়, লাশের শরীরে তেমন মাংস নেই। মাথার অবস্থা ও ভালো নয়। তাই সনাক্ত করতে কষ্ট হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও টেকনাফ থানা পুলিশ এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় বুধবার দুপুর থেকে পৃথক স্থানে মাটি চাপা দেয়া অবস্থায় গর্ত থেকে তাদের লাশ উদ্ধার করেন। এ সময় কক্সবাজারের সিআইডির একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।
ইউনুস জানায়, বর্তমানে তারা ইউসুফের লাশটি বাড়িতে আনার জন্য সদর হাসপাতালের সামনে গাড়ির অপেক্ষায় রয়েছে।
এদিকে দীর্ঘদিন নিখোঁজ থাকায় এবং লাশ উদ্ধারের খবরে কান্নার রোল পড়েছে জালালাবাদ, চৌফলদন্ডি ও পৌর এলাকার নুনিয়ার ছড়াতে।
অন্যদিকে স্বজনরা শেষ বারের মত তাদের পরিবারের নিখোঁজ সদস্যদের দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।
মোহাম্মদ ইউসুফের বড় বোন কুলছুমা আক্তার জানান, তারা তাদের পরিবারের উপার্জনক্ষম ভাইকে হারিয়ে পারিবারিকভাবে অত্যন্ত বেকায়দায় রয়েছেন। তার নিখোঁজ ভাই ইউসুফের স্ত্রী ও তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অনিশ্চিত হয়ে উঠেছে।
একই দিন রাতে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ময়দানে ইউসুফের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব সমাবেশে শোকাহত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বার্মাইয়াদের উপযুক্ত বিচার দাবি, তাদের ব্যাপারে এলাকাবাসীদের সতর্ক থাকা সহ অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি ও মরহুমের ছোট ভাই মোঃ ইউনুস। জানাযায় ইমামতি করেন শিক্ষক ও ইমাম মারুফ অর রশিদ। এতে বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সলিমুল্লাহ জিহাদি সহ স্থানীয় ও দূর-দূরান্তের বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।